ক্রিকেট চলবে আর রবি শাস্ত্রীর কোনও ভূমিকা থাকবে না, ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা ঘটেনি। একসময়ে ভারতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার হওয়া সত্ত্বেও মাত্র ৩৪ বছর বয়সে খেলোয়াড় জীবনকে গুডবাই করতে হয়েছিল তাঁকে। আজহারের ব্যাডবুকে থাকা রবিকে অবশ্য টেনে নেয় কমেন্ট্রিবক্স। অসাধারণ বক্তা শাস্ত্রী, অচিরেই টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবে জায়গা করে নেন। যদিও তিনি বাংলার ‘দাদার’ কড়া সমালোচক ছিলেন। এ কারণে বাঙালির চোখে চিরকালের ভিলেন রবি শাস্ত্রী| বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ, অন্যদিকে সৌরভ ভারতীয় ক্রিকেটের সর্বময় কর্তা। কোচ বলে কমেন্ট্রিবক্সে সুযোগ পাবেন না রবি। সেটা অবশ্য গত কয়েক বছরই পাননি। কিন্তু ভাড়াটে IPL হওয়ার কারণে বিভিন্ন মাঠে আমন্ত্রণ পেয়েছিলেন। এবার সেটাও বাদ। করোনা আবহে সৌরভ ফালতু খরচের বিরোধী। কাজেই রবিকে এবার বাড়িতে বসেই ক্রিকেট দেখতে হবে। অবশ্য যদি কোনও মিডিয়া তাঁকে ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবে দুবাই পাঠায় তবে অন্য বিষয়। এখনও পর্যন্ত এমন আভাস পাওয়া যায়নি।
Post a Comment
Thank You for your important feedback