কঙ্গনা রানাউতের পর এবার মনীশ মালহোত্রা। বিএমসির নজরে এবার বলিউড ফ্যাশান ডিজাইনার মনীশ মালহোত্রার অফিস। বেআইনি নির্মাণের অভিযোগে নোটিশ গেল মনীশের কাছেও। জায়গা খালি করার করার জন্য সাতদিনের সময় দেওয়া হয়েছে তাঁকে। বুধবারই কঙ্গনার মুম্বাইয়ের পালি হিলের অফিসের কিছু অংশ গুঁড়িয়ে দেয় বিএমসি। যদিও অভিনেত্রীর ক্ষেত্রে বিষয়টি একেবারে অন্যরকম কারণ তিনি নোটিশ পেয়েছেন ২৪ ঘন্টা আগে এবং সেই সময়ে তিনি মুম্বইও ছিলেন না। অথচ মনীশ মুম্বইতে রয়েছেন ও তাঁকে সাতদিনে সময় দেওয়া হয়েছে। তবে কি টার্গেট কঙ্গনা? নেট দুনিয়ায় এটি নিয়ে জল্পনা এখন তুঙ্গে।
Post a Comment
Thank You for your important feedback