ফের লকডাউনের পথে ইউরোপ?

 

করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ১০ লাখ পার হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, সংখ্যাটি ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে আসন্ন শীতেই। তবুও করোনা নিয়ে নানান বিধিনিষেধ ও লকডাউন নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে লন্ডনে। ইউরোপের বিভিন্ন দেশেই এই ধরণের বিক্ষোভ শুরু হয়েছে। ইউরোপীয়রা আর ঘরবন্দি থাকতে নারাজ। যদিও বিশেষজ্ঞদের আশঙ্কা সবচেয়ে বেশি আমেরিকা, ব্রাজিল, ভারত ও মেক্সিকো নিয়ে। আগস্ট-সেপ্টেম্বর থেকে বাড়ছে মৃত্যু এবং এতেই আতঙ্কিত আমেরিকা, ইউরোপ। তাঁদের আশঙ্কা, আসন্ন শীতে আরও বাড়বে সংক্রমণ। যেহেতু করোনা ভাইরাসের জন্ম ও বৃদ্ধি শীতেই। 

ইতিমধ্যে স্পেন ও ব্রিটেনে ফের লকডাউন শুরু করেছে। যদিও ব্রিটেনবাসী আর লকডাউনে যেতে নারাজ। কিন্তু ব্রিটিশ প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে করোনা সংক্রমণ ঠেকাতে। কারণ বিশেষজ্ঞদের ধারণা, ইউরোপে ইতিমধ্যেই করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। অপরদিকে ভারতেও আনলক পর্ব শুরু হয়েছে। লকডাউন ডাকা নিয়ে রাজ্যগুলিকে স্পষ্ট নির্দেশিকা দিয়েছে কেন্দ্র। কিন্তু ভারতেও করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখী। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু' সতর্ক করেছে ভারতকে। বিশেষ করে উত্তর ও মধ্য ভারতকে নিয়েই তাঁদের সতর্কতা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post