নব্বই দশকের গোড়া থেকে হিন্দি হিট ছবির জুটি ছিলেন জ্যাকি শ্রফ ও অনিল কাপুর। 'রাম লক্ষণ' থেকে 'পারিন্দা' বহু ছবিতে একসাথে কাজ করে ছবিকে সুপার হিট করতে এদের জুড়ি মেলা ভার ছিল। তারপর বয়স বেড়েছে, এখন তাঁরা ছোট খাটো চরিত্রের কাজ পান। জুটি ভেঙে গেছে সে কবেই। অনিলের কন্যা সোনম এবং জ্যাকির পুত্র টাইগার, আজকের বাজারের বড় নাম। কিন্তু চমক দিতেই ফের তাঁরা জুটি বাধঁছেন। প্রোডিউসাররা আজকের মন্দাবাজারে বাজেট কমিয়ে ছবি করতে চাইছেন। সে কারণেই পুরোনোদের নিয়ে ভাবনা। অনিল-বন্ধু জ্যাকিকে সোশাল নেটে লিখেছেন 'আমাদের পরের কাজের জন্য প্রস্তুত হও।' জ্যাকির উত্তর, 'মন থেকে প্রস্তুত হয়ে আছি, আমার লক্ষণ।'
Post a Comment
Thank You for your important feedback