অবাক কাণ্ড! চোরের সততা নাকি পুলিশের ভয়! চুরির পর দুই রাত কাটতে না কাটতেই বাড়ি বয়ে সোনাদানা, টাকাপয়সা ফেরত দিয়ে গেল দুষ্কৃতীরা। রীতিমতো একটি ব্যাগে ভরে সাতসকালে চুরি যাওয়া সবকিছু বাড়ির সামনে রেখে গেল তারা। এই ঘটনায় অবাক পরিবারের সদস্যরা। তাঁরা বলছেন, পুলিশের ভয়েই চুরি যাওয়া সামগ্রী ফেরত দিয়ে গেছে দুষ্কৃতীরা। বর্ধমান শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের আলুডাঙ্গা মাঠপাড়ার বাসিন্দা হীরা শেখের বাড়িতে তালা ভেঙে সর্বোচ্চ লুট করে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরে তালা লাগিয়ে কয়েক ঘন্টার জন্য পাশের পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে পরিবারের অন্যান্যদের নিয়ে গিয়েছিলেন হীরা।
ফিরে এসে দেখেন ঘরের তালা ভাঙা। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। তছনছ করে দেওয়া হয়েছে আলমারি। ঘরে থাকা সোনার রাখা সোনার গয়না টাকা পয়সা কিছুই নেই। এরপরই বর্ধমান থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন হীরা শেখ। সব হারানোর মন খারাপ নিয়েই শনিবার সকালে কাজে বেরিয়েছিলেন হীরা। সেসময় ফোনে খবর পান বাড়ির সামনে একটি ব্যাগ রাখা রয়েছে। সেই খবর পেয়ে বাড়ি ফিরে এসে খুলে দেখেন, চুরি যাওয়া গয়না, টাকাকড়ি সবই রয়েছে ওই ব্যাগের মধ্যেই। চুরি যাওয়া জিনিস ফেরত পেয়ে খুশি পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা বলছেন, দুজনকে সন্দেহ হয়েছিল। পুলিশ তাদের ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাতেই ভয় পেয়ে যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা সবকিছু ফেরত দিয়ে গিয়েছে।
Post a Comment
Thank You for your important feedback