ভারতে কাজ বন্ধ করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

 

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ভারতে কাজকর্ম বন্ধ করে দিল। তারা জানিয়েছে, ভারত সরকার তাদের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। ফলে স্তব্ধ হয়ে গিয়েছে তাদের সব কাজ। এক বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, ১০ সেপ্টেম্বর থেকে ব্যাঙ্ক ্্যাকাউন্ট বন্ধ করায় আর কাজ করা যাচ্ছে না। বাধ্য হয়েই ভারতীয় কর্মীদের ছাঁটাই করতে হয়েছে। সবধরনের প্রচার ও গবেষণাও বন্ধ করতে হয়েছে। এই কাজ মানবাধিকার সংগঠনগুলির উপর চরম আঘাত।গত ২ বছর ধরেই অ্যামনেস্টির ওপর নানারকম জুলুম করা হচ্ছে। সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় ক্রমাগত ইডিকে দিয়ে হয়রানি করা হচ্ছে। সম্প্রতি দিল্লি দাঙ্গায় এবং কাশ্মীরে পুলিশের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল তারা, জানিয়েছেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেকটর অবিনাশ কুমার। তিনি বলেন, সবরকম নিয়মকানুন মেনেই তারা কাজ করেছে। ভারতে কাজের জন্য তারা দেশের মধ্যে থেকেই অর্থসংগ্রহ করেছে। প্রায় ১ লাখ মানুষ গত ৮ বছর ধরে অর্থসাহায্য করেছেন। ফলে বিদেশি তহবিলের সঙ্গে এর কোনও যোগ নেই। এখানে মানবাধিকার সংগঠনগুলিকে অপরাধীদের চক্র বলে বর্ণনা করা হচ্ছে। উদ্দেশ্য, ভয় পাইয়ে প্রতিবাদকে স্তব্ধ করা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post