বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বাড়ি বসেই উত্তর, সময় ২৪ ঘণ্টা

অনলাইনে এবারের কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকস্তরের পরীক্ষা নেওয়া হবে। বুধবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। প্রতিটি কলেজের অধ্যাপকের কাছে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে। সেই প্রশ্নপত্র পড়ুয়াদের মেল আর হোয়াটসঅ্যাপে পাঠাবে কলেজ কর্তৃপক্ষ। উত্তর পাঠানোর জন্য ২৪ ঘণ্টা মানে একদিন সময় দেওয়া হবে পরীক্ষার্থীদের। বাড়ি থেকেই গোটা পরীক্ষা দিতে পারবেন তাঁরা।

এরপর ১৮ অক্টোবরের মধ্যে অনলাইনেই উত্তরপত্র জমা করতে হবে। তবে যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইনে উত্তরপত্র জমা করতে পারবে না, তারা নিজেদের কলেজ ক্যাম্পাসে এসে খাতা জমা দিতে পারবে। ইতিমধ্যেই এই নির্দেশ পৌঁছে গিয়েছে কলেজগুলিতে। শুরু হয়েছে প্রস্তুতিও। পড়ুয়াদের খাতা দেখবে সংশ্লিষ্ট কলেজের অধ্যাপকরাই। আগামী ৩১ অক্টোবরের মধ্যেই রেজাল্ট জানাবে কলেজ। বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনটি ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post