কথা ছিল ১ সেপ্টেম্বর। কিন্তু প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে পিছিয়ে গিয়েছিল পুলিশ সংবর্ধনা, দিন ঠিক হল ৮ সেপ্টেম্বর। মঙ্গলবার টালিগঞ্জে, রাজ্য পূর্ত ও ক্রীড়ামন্ত্রী নিজ উদ্যোগে সংবর্ধিত করলেন এলাকার পুলিশকর্মীদের। টালিগঞ্জের ৬টি থানা এবং দুটি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট দিয়ে উৎসাহিত করলেন টালিগঞ্জের বিধায়ক। CN ওয়েব পোর্টালকে মন্ত্রী জানালেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সংবর্ধনা। এঁরাই রাজ্যের সম্পদ|
Post a Comment
Thank You for your important feedback