শেষপর্যন্ত সন্দেশ ঝিঙ্গনকে সই করাল মোহনবাগান। শনিবার ঘোষণা করা হয়েছে এই কথা। অর্জুন পুরস্কারপ্রাপ্ত ২৭ বছরের এই ফুটবলার দেশে এখন সবথেকে দামি। তবে কত টাকায় তাঁকে দলে নেওয়া হয়েছে তা জানানো হয়নি। ঝিহ্গন জানিয়েছেন, এটিকে মোহনবাগানে যোগ দিতে পেরে তিনি আপ্লুত। কোচের সঙ্গে তাঁর দীর্ঘ কথা হয়েছে। কথা হয়েছে মোহনবাগানের কর্তাদের সঙ্গেও। তাঁদের পরিকল্পনা তাঁর পছন্দ হয়েছে। কেরল প্লাস্টার্সের প্রাক্তন এই ফুটবলার খেলতে চেয়েছিলেন বিদেশে। বিশেষকরে, পত্রুগালের ক্লাবের হয়ে খেলতে আগ্রহী ছিলেন তিনি। কিন্তু করোনা অতিমারির জন্য তাঁর সেই পরিকল্পনা ভেস্তে যায়। মোহনবাগানের হয়ে তিনি এএফসি কাপে খেলবেন আগামী বছর। মোহনবাগানে তিনি মাঠে প্রীতম কোটাল ও স্পেনের তিরির সঙ্গে জোট বাঁধবেন। আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রমাণ করবেন তিনি, এমনটাই ক্লাবকর্তাদের আশা। চিফ কোচ আন্তোনিও হাবাসের টিমে রয়েছেন প্রতিশ্রুতিবান সুমিত রাথিও। চোটের জন্য পুরো ২০১৯-২০২০ সাল মাঠে নামতে পারেননি। ঝিঙ্গনের কথায়, জয় মোহনবাগান। আইএসএলের জন্য মোহনবাগান গোয়ায়। নভেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে আইএসএল। ঝিঙ্গন গোয়াতেই টিমের সঙ্গে যোগ দেবেন। ২০১৪ সালে ঝিঙ্গন এআইএফএফের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন। ২০১৫ সালে যোগ দেন জাতীয় টিমে।
Post a Comment
Thank You for your important feedback