বলিউডের সবচেয়ে ভার্সেটাইল আভিনেতাদের মধ্যে অন্যতম আয়ুষ্মান খুরানা। এই অভিনেতাকে এবার দেখা যাবে ক্রস ফাংশন্যাল অ্যাথলেটিকের ভৃমিকায়। তাঁর পরবর্তী ছবির জন্য প্রস্তুতি ইতিমধ্যে তিনি শুরু করে দিয়েছেন, এবং এর জন্য তাঁকে যে শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে সেই কথাও নিজেই জানিয়েছেন তিনি। ট্রেনার রাকেশ উদিয়ার তত্ত্বাবধানে শারীরিকভাবে আমূল পরিবর্তনের কসরত চলছে। আর এই কারণেই বেশ কয়েকদিন ধরে এই অভিনেতা তাঁর লুক সকলের থেকে লুকিয়ে রাখছিলেন। সোশাল মিডিয়াতেও সচেতনভাবে ধরা দিচ্ছিলেন না তিনি। এই ছবিতে একেবারে অন্যরকম লুকে দেখা যাবে তাঁকে। সেই কারণেই চলছিল এই লুকোচুরি। পরিচালক অভিষেক কাপুর ও অভিনেতা আয়ুষ্মান খুরানা যে দর্শকদের জন্য বড় চমক আনছেন তা বলাই যায়। আয়ুষ্মানের বিপরীতে বাণী কাপুরকে দেখা যাবে। অক্টোবর থেকে পুরোদমে কাজ শুরু হবে ও ২০২১ এ মুক্তি পাবে।
Post a Comment
Thank You for your important feedback