বেলঘরিয়া ও বেলগাছিয়া সেতুর সংস্কার হবে

 আগেই কলকাতা ও আশেপাশের বেশ কয়েকটি সেতু সংস্কারের কাজ শুরু করেছিল রাজ্যের পূর্ত দফতর। পাশাপাশি সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন করে টালা ব্রিজ তৈরির কাজও শুরু হয়েছে। মাঝেরহাট ব্রিজের কাজ প্রায় শেষের মুখে। এবার শহরতলির দুটি গুরুত্বপূর্ণ ব্রিজের সংস্কারের জন্য টেন্ডার ডাকল পূর্ত দফতর। সেগুলি হল বেলগাছিয়া ও বেলঘরিয়া সেতু। দুটি সেতুর জন্য যথাক্রমে ৮ লক্ষ ৫৫ হাজার ও ৫ লক্ষ ১৪ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। বর্তমানে এই দুটি সেতুর হালই খুব খারাপ। দীর্ঘ সময় ধরেই সেতুগুলির সংস্কার করার দাবি তুলছিলেন এলাকার মানুষজন। সেই দাবি মেনেই ব্রিজদুটির সংস্কারের সিদ্ধান্ত নিল পূর্ত দফতর।

তবে এত কম টাকায় কী সংস্কার হবে সেটা নিয়েই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য পোস্তা উড়ালপুলের ভেঙে পড়ার পর থেকেই রাজ্যজুড়ে পুরোনো সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করে রাজ্য সরকার। এরমধ্যেই ২০১৮ সালে ভেঙে পড়ে মাঝেরহাট উড়ালপুল। এরপর নড়েচড়ে বসে রাজ্যের শীর্ষ আধিকারিকরা। সংস্কারের কাজ শুরু হয় একাধিক উড়ালপুলের। নতুন তৈরি হওয়া মা উড়ালপুল নিয়েও ভাবনাচিন্তা চলছিল। ব্রিজটিতে বড় গাড়ির চলাচল বন্ধ করতে এবার হাইট বার বসানোর সিদ্ধান্ত নিল কেএমডিএ। এর জন্য তাঁরা প্রায় সাড়ে দশ লাখ টাকা মঞ্জুর করেছে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post