উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হল। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির মাত্রা বেশি থাকবে উত্তরবঙ্গে, তবে দক্ষিণের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হবে। আবহবিদদের কথায়, এমনিতেও উত্তরবঙ্গে একটানা বৃষ্টি চলছে, তার ওপর এই অতি ভারী বৃষ্টিপাত হলে নদীগুলির জলস্তর বৃদ্ধি পাবে। ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যের কিছু অংশে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, অতি ভারী বৃষ্টিপাতে দার্জিলিং ও কালিম্পঙ জেলার পার্বত্য অঞ্চলে ধস নামার সম্ভাবনা রয়েছে। অপরদিকে উপকূলের জৈলাগুলিতে মৎসজীবীদের সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকেই উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আরও শক্তি সঞ্চয় করেছে। পূর্বাভাস, নিম্নচাপটির প্রভাবে সোমবার থেকেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি ও পাহাড়ে ভারী বৃষ্টিপাতের পূর্ভাবাস রয়েছে। কলকাতায সহ দুই ২৪ পরগণায় হালকা থেকে মাঝারি বৃষ্টিরই জোর সম্ভাবনা। সোমবার সকাল থেকেই কলকাতার মুখ ভার, আকাশ কালো করে মেঘ জমেছে। কয়েকটি এলাকায় অবশ্য বৃষ্টিও হয় সকাল থেকে। মঙ্গল ও বুধবার পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
Post a Comment
Thank You for your important feedback