বিগ বস সিজন ১৪, ভারতীয় টেলিভিশনের বহুচর্চিত এই রিয়ালিটি গ্র্যান্ড শো নিয়ে এবার নতুন গুঞ্জন। এর আগে প্রতিযোগীদের নামের তালিকা বেরিয়ে পড়া থেকে বিগ বসের বাড়ির একাধিক ঘরে ছবি সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়ার ঘটানাও ঘটেছে। কিন্তু এবার শোনা যাচ্ছে সলমন খানের জনপ্রিয়তায় ভাঁটা পড়েছে। আর তাই শোয়ের সময় কমিয়ে ফেলার কথা ভাবা হয়েছে। ৩রা অক্টোবর থেকে ১ ঘন্টার পরিবর্তে আধ ঘন্টার শো হবে। কিন্তু এই খবরের সত্যতা স্বীকার করেনি প্রযোজনা সংস্থা। সোম থেকে শুক্রবার রাত ১০.৩০ থেকে ও শনি ও রবিবার রাত ৯ থেকে ১ ঘন্টাই হবে বিগ বস। তাই সলমন ভক্তদের জন্য মন খারাপের যে পরিস্থিতি শুরু হয়েছিল তা কাটিয়ে উঠে আপাতত শো নিয়ে উচ্ছ্বসিত তারা।
Post a Comment
Thank You for your important feedback