রাজ্যজুড়েই চলছে সার্বিক লকডাউন। এরমধ্যেই রাজনৈতিক হিংসার ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার রঘুদেবপুর গ্রামে বিজেপির এক মহিলা কর্মী গুলিবিদ্ধ হলেন। বিজেপি ঘটনার দায় চাপাচ্ছে শাসকদলের দিকেই। অপরদিকে গুলিবিদ্ধ ওই মহিলার পরিবারের দাবি, বিজেপি করার অপরাধেই বাড়ি ভাঙচুর করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। এমনকী আশেপাশের কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয়। আশঙ্কাজনক ওই মহিলা কর্মী কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁর নাম রাধারানি নস্কর। স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যাচ্ছে ওই বধূর স্বামী অরুন নস্কর বিজেপির বুথ কমিটির সদস্য। রাধারানি দেবী নিজেও বুথ কমিটির হিসাবরক্ষক।
সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ১০-১৫ জনের এক দুষ্কৃতী দল হামলা চালায় অরুন-রাধারানির বাড়িতে। ব্যাপক ভাঙচুর চালায় তাঁদের বাড়ি সহ কয়েকটি বাড়িতে। কিন্তু অরুণকে না পেয়ে স্ত্রীকে লক্ষ্য করেই গুলি চালায় বলে দাবি এলাকাবাসীর। তাঁর গুলি লাগে মাথার পিছনে বাঁ দিকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাধারানি নস্কর। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। তখনই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। খবর পেয়ে ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ। এলাকায় মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান অভিযোগের তির শাসকদলের দিকে। যদিও পুরো ঘটনায় নিজেদের দায় অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
Post a Comment
Thank You for your important feedback