অধীরের প্রশংসায় বিজেপি



সোমবার বয়কটের আবহে কিন্তু মধ্যে রাত অবধি কংগ্রেস পরিষদীয় নেতা লোকসভায় ছিলেন। আজও সকালে তাঁকে লোকসভায় দেখা যায় বলে শোনা যায়। সোমবার রাত এগারোটায় কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী হর্ষ বর্ধনকে উদ্যেশ্য করে বলেন যে, ছ'মাস আগে তিনি রাজ্য জেলা প্রশাসনের হাতে ৪০ লক্ষ টাকা দেন মুর্শিদাবাদে ভেন্টিলেটর কেনার জন্য। কিন্তু আজ অবধি তার দেখা নেই, তারা জানাচ্ছে বিক্রেতা পাওয়া যায় নি। তাঁর অভিযোগ শুনে স্পিকার তৃণমূলকে উত্তর দিতে বললে তারা নীরব থাকে। এরপরেই বক্তব্য রাখেন সংসদীয় মন্ত্রী প্রল্হাদ জোশি, অধীরবাবুর প্রশংসা করে বলেন যে, বিরোধী পরিষদীয় নেতার ভূমিকা প্রশংসনীয়, তিনি সকল থেকে লোকসভায় বসে আছেন এবং ৬টি বিলে বক্তব্য রাখেন। জোশিকে সমর্থন করেন বিজেপির বাকি সদস্যরা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post