করোনায় আক্রান্ত অগ্নিমিত্রা পাল


ফের বিজেপির অন্দরে করোনার হানা। এবার করোনায় আক্রান্ত হলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার সকালেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই খবর তিনি নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন। একইসঙ্গে বিগত পাঁচদিনে যারা যারা তাঁর সংস্পর্ষে এসেছিলেন তাঁদের সকলকে কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী। উল্লেখ্য, কয়েকদিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন। করোনা উপসর্গ থাকায় তিনি কোভিড পরীক্ষা করান। সেই রিপোর্টই পজিটিভ আসে।
আপাতত তিনি হোম আইসোলেশনেই রয়েছেন বলে জানা গিয়েছে। তবে শীঘ্রই যে হাসপাতালে ভর্তি হবেন সেটাও জানিয়ে দিয়েছেন প্রখ্যাত ফ্যাসন ডিজাইনার তথা রাজনীতিবিদ। তিনি জানিয়েছেন, ‘আমি একা থাকি। তাই হঠাৎ করে কোনও শারীরিক অসুবিধা হলে সমস্যায় পড়ে যাব। তাই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’। উল্লেখ্য, মাত্র কয়েকমাস আগেই তিনি বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব পান। এরপরই তিনি কার্যত সারা রাজ্য চষে ফেলেছেন মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে। যেখানেই মহিলারা আক্রান্ত হয়েছেন সেখানেই ছুটে গিয়েছেন তিনি। কোথাও থানায় বিক্ষোভ দেখিয়েছেন, কোথাও বা ধর্ষণের ঘটনার পরে অবরোধ-আন্দোলনে যোগ দিয়েছেন। তবে গত তিন-চার দিন অসুস্থতা বোধ করায় তিনি কোনও কর্মসূচিতে যোগ দেননি বলেই জানিয়েছেন তিনি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post