২১ সেপ্টেম্বর থেকে দেশে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে ক্লাস শুরু হচ্ছে। তবে ক্লাসে আসা স্বেচ্ছামূলক। কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রকের তরফে আংশিকভাবে স্কুল খোলার এই কথা। মন্ত্রকের টুইটে জানানো হয়েছে, ক্লাস আসতে হলে অভিভাবকদের লিখিত অনুমতির প্রয়োজন। শিক্ষক-ছাত্রদের মধ্যে কথোপকথনও হবে একসঙ্গে নয়, ধাপে ধাপে। একমাত্র কনটেনমেন্ট জোনের বাইরের স্কুলই খুলতে পারবে। কনটেনমেন্ট জোন থেকে কোনও শিক্ষক বা পড়ুয়া স্কুলে আসতে পারবেন না।
“Government of India is following a phase-wise unlocking of activities. In days to come, this would also involve partial resumption of activities in schools for students of Classes 9th to 12th on a voluntary basis, for taking guidance from their teachers. This would be allowed from 21st September 2020.” Health Minister Harsh Vardhan
মন্ত্রকের নির্দেশ, অনলাইন পড়াশোনা চালু থাকবে। ক্লাসে কমপক্ষে ৬ ফুটের দূরত্ব রাখতে হবে। সবসময় ফেসমাস্ক পরে থাকতে হবে। বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। থুতু ফেলা নিষিদ্ধ। উল্লেখ্য, গত ২৩ মার্চ থেকেই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ক্লাস হচ্ছে অনলাইনেই।
Post a Comment
Thank You for your important feedback