চুলের সব সমস্যার সমাধান ক্যাস্টর অয়েলে

 

 হাজার হাজার বছর ধরে এই সর্বগুণসম্পন্ন ভেজিটেবিল তেলের ব্যবহার চলে আসছে সারা বিশ্বে। ঘন ও লম্বা চুলের রহস্য ক্যাস্টর অয়েল।
নিয়মিত তেল মালিশ করলে চুল দ্রুত বাড়ে, চুল পড়াও কমে। হাল্কা গরম করে মালিশ করলে আরও ভাল উপকার পাওয়া যায়। নারকেল, জলপাই, কাঠ বাদাম তেলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। খুশকির সমস্যা থাকলে এতে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মেশাতে পারেন।
ক্যাস্টর অয়েল চুলের রূক্ষতা ও আগা ফাটার সমস্যা দূর করে। চুল মসৃন করতেও সাহায্য করে। এই তেলে আছে অলেইক ও লিনোলেইক আ্যাসিড যা দূষন, মানসিক চাপ ও অনিয়মিত জীবনযাপনের কারণে হওয়া চুলের ক্ষতি রোধ করে।


চুলের অকালপক্কতা দূর করতে চাইলে নিয়মিত ক্যাস্টর অয়েল ব্যাবহার করুন। এটি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে চুলের ক্ষয পূরণে সাহায্য করে। তাছাডা়ও এতে আছে ওমেগা নাইন যা চুলে পুষ্টি সরবরাহ করে।
ক্যাস্টর অয়েল ও সর্ষের তেল একসঙ্গে গরম করে ব্যবহার করুন। ঘন্টাখানেক রেখে ধুয়ে ফেলুন। সরিষার তেল জিঙ্ক, ক্যালসিয়াম, লোহা, ম্যাগনেশিয়াম ও সেলেনিয়ম সমৃদ্ধ যা মাথার ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post