উত্তর চব্বিশ পরগনাকে টপকে করোনা সংক্রমণে শীর্ষে মহানগর। একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় ৭০০, সেখানে উত্তর চব্বিশ পরগনায় ৬৮৫। কিন্তু করোনা সংক্রমণ কেন কলকাতায় এত বাড়ছে? জানা গিয়েছে, কলকাতার বেশ কিছু অঞ্চলের মানুষ পাত্তাই দিচ্ছে না এর নিয়মকানুনকে। প্রথমত সামাজিক দূরত্ব নেই। দ্বিতীয়ত মাস্ক ব্যবহার করছে না। এই বিষয়ে তারা পুলিশ প্রশাসনকে পরোয়া করছে না। পুলিশও এদের ঘাঁটাচ্ছে না। কিন্তু কেন তার উত্তর নেই। দেখা যাচ্ছে, এরা ট্রামেবাসেও মাস্ক ব্যবহার করছে না। এ ছাড়া ব্যাঙ্ক, পোস্ট অফিস বা ব্যস্ততম অফিসগুলিতেও ছড়াচ্ছে রোগ। শীত আসছে, আসছে পুজো। এবারেও যদি সতর্কতা না নেওয়া হয় তবে সংখ্যাটি ৫ গুণ বাড়বে বলে ধারণা চিকিৎসা মহলে|
Post a Comment
Thank You for your important feedback