নতুন মারণ রোগ 'ব্রুসেলোসিস' ভারতে!

 

 করোনা নিয়ে যখন বিশ্ব তথা ভারত অস্থির তখন এক নতুন মারণ রোগ ব্রুসেলোসিস ব্যাকটেরিয়া নিঃশব্দে দেশে ঢুকে পড়েছে বলে খবর চিকিৎসা মহলে। এতে উদ্বিগ্ন চিকিৎসকরা। জানা যাচ্ছে, করোনা থেকেও প্রাণঘাতী হতে পারে ব্রুসেলোসিস। সাধারণত পশুদের থেকে মানুষের শরীরে ছড়াতে পারে এই ব্যাকটেরিয়া। পাস্তুরাইজড না করা ডেয়ারি পণ্য, দূষিত বায়ু, ময়লা ইত্যাদি থেকে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে যায়। তবে মানুষ থেকে মানুষের মধ্যে ছড়ানোর সম্ভবনা প্রায় নেই। জুন থেকে আগস্টের মধ্যে চিনের ঝানমু লাঞ্জুর বায়োলজিকাল ল্যাবরেটরি থেকে এই ব্রুসেলোসিস ছড়িয়েছে বলে আশঙ্কা। এর লক্ষণ জ্বর, গাঁটে ব্যথা, দুর্বলতা, খাবারে অরুচি, মাথাধরা,ঘাম হওয়া। তবে এর ভ্যাকসিন না থাকলেও অ্যান্টিবায়োটিক ওষুধ রয়েছে। তবু সতর্কতা দরকার। ইতমধ্যে ১৩০০-র অধিক এই রোগে আক্রান্ত হয়েছে|

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post