বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দশ লাখ ছাড়িয়ে গেল। গবেষকদের মতে, এখনও পৃথিবীর বহু দেশ থেকে নতুন করে সংক্রমণ বাড়ার খবর আসছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটি জানাচ্ছে, এই দশ লাখের মধ্যে প্রায় অর্ধেক মৃত্যু ঘটেছে আমেরিকা, ব্রাজিল আর ভারতে। সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি। সংক্রমণের এ থেকে সুস্থ হয়েছে ২ কোটি ৩০ লাখের বেশি মানুষ। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার করোনা মহামারিতে বিশ্বের ১০ লাখ মানুষের মৃত্যুকে একটি যন্ত্রণাদায়ক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।
Post a Comment
Thank You for your important feedback