কাশ্মীরে তিন জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার সকালে শ্রীনগরের বাটামালু এলাকায় এই সংঘর্ষ হয়। গোপনসূত্রে খবর পেয়ে যৌথবাহিনী তল্লাশি শুরু করলে ফিরদৌসাবাদে শুরু হয় গুলি বিনিময়। লুকিয়ে থাকা জঙ্গদির গুলিতে কওনসার রিয়াজ নামে এক মহিলার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন সিআরপিএফের ডেপুটি কম্যান্ডান্ট রাহুল কুমার। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। জঙ্গিরা শ্রীনগরের আশপাশে নিরাপত্তাবাহিনীর ওপর বড় হামলার ছক কষছিল বলে জানা গিয়েছে। জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। তাদের কাছ থেকে একে ৪৭ রাইফেল ও গুলি পাওয়া গিয়েছে। গত জানুয়ারি থেকে পাঁচবার কাশ্মীরে শান্তি বিঘ্নিত করার চক্রান্ত ফাঁস হয়েছে। তাতে মারা গিয়েছে ১২ জঙ্গি।
Post a Comment
Thank You for your important feedback