যৌন হেনন্থার অভিযোগে পরিচালক অনুরাগ কাশ্যপকে ডেকে পাঠাল পুলিশ। অভিনেত্রী পায়েল ঘোষের অভিযোগের ভিত্তিতে তাঁর বয়ান নেওয়া হবে মুম্বইয়ের ভারসোভা থানায়। মঙ্গলবারই পায়েল তাঁর আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগে, সাতবছর আগে অনুরাগ তাঁকে ধর্ষণ করেছিলেন। তাঁদের দাবি, এখনই অনুরাগকে গ্রেফতার করতে হবে। তদন্তে দেরি হলে তিনি অনশন অবস্থানে বসবেন। তিনি অভিযোগ করা পরেও কেন অনুরাগকে জেরার জন্য ডাকা হয়নি সে প্রশ্নও তুলেছেন তিনি। তিনি প্রভাবশালী বলেই পুলিশ তদন্তে ঢিলে দিচ্ছে। তিনদিন ধরে অভিযোগকারী কোথায় তাঁকে যৌন হেনন্থা করা হয়েছে সেই বাড়ি দেখিয়েছেন, একটানা ৬-৭ ঘণ্টা তাঁকে বসিয়ে রাখা হয়েছে। পায়েল তাঁর আইনজীবীর মাধ্যমে তাঁর নিরাপত্তার দাবিও তুলেছেন। এই দাবি নিয়ে তিনি রাজ্যপাল ভগৎসিং কোশিয়ারির সঙ্গেও দেখা করেছেন।
Post a Comment
Thank You for your important feedback