কৃষিবিল নিয়ে আলোচনার সময় রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান হরিবংশের সঙ্গে দুর্ব্যবহার করায় বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড হলেন তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েন ও দোলা সেন। তাঁদের সঙ্গেই সাতদিনের জন্য সাসপেন্ড হয়েছেন আপের সঞ্জয় সিং, রাজু শতাভ, কে কে রাগেশ, রিপুন বোরা, সৈয়দ নাজির হোসেন ও এলামারান করিম। সোমবার অধিবেশনের শুরুতেই চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু এই সিদ্ধান্তের কথা জানান। তিনি একইসঙ্গে হরিবংশের বিরুদ্ধে আনা ১২ দলের অনাস্থা প্রস্তাবও খারিজ করে দিয়েছেন। কারণ, প্রস্তাবটি ঠিকমতো লেখা হয়নি। নাইডু বলেন, হরিবংশের সঙ্গে এই সাংসদরা ন্যক্কারজনক ব্যবহার করেছেন। রুল বই ছুঁড়ে মারা হয়েছে। উল্লেখ্য রবিবারই ধ্বনিভোটে পাশ হয়ে গিয়েছে তিনটি কৃষিবিলের দুটি। বাকি বিলটি এদিন পেশ করা হবে।
The suspended members have no right to be in the House. The House cannot function with the presence of non-members: Rajya Sabha MP V. Muraleedharan
— ANI (@ANI) September 21, 2020
I urge the members named by the Rajya Sabha Chairman to not take part in the House proceedings: Deputy Chairman Harivansh pic.twitter.com/7Lb4sUw6mJ
Post a Comment
Thank You for your important feedback