দীর্ঘ টালবাহানার পর অবশেষে গত রবিবার আইএসএল খেলার ছাড়পত্র পেয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু কোন নামে আইএসএল খেলবে ইস্টবেঙ্গল? এই নিয়েই এখন জোর চর্চা কলকাতা ময়দানে। বাজারে ইস্টবেঙ্গল এফসি নাকি স্পনসরের নামও যুক্ত হবে ক্লাবের নামের সঙ্গে। এই নিয়ে আলোচনা চলছিল ক্লাবের অন্দরেও। শতবর্ষে পরা ইস্টবেঙ্গল ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সিংহভাগই এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। ওই সভায় দুটি নাম নিয়ে সিদ্ধান্ত হয়েছে, এরমধ্যে একটি নাম বেছে নেবে ইনভেস্টর সংস্থা। জানা যাচ্ছে, ক্লাবের কর্মসমিতির বেশরভাগ সদস্যই রাজি হয়েছেন ‘এস সি ইস্টবেঙ্গল’ নামে আইএসএল খেলতে। প্রস্তাবিত অপর নামটি হল ‘ইস্টবেঙ্গল এফসি’।
তাঁদের যুক্তি, এর আগে ‘কোয়েস ইস্টবেঙ্গল’ নামে যখন কারোর আপত্তি ছিলনা। এবারও মূল স্পনসর শ্রী সিমেন্টের নামের অদ্যক্ষর ‘এস সি’ ক্লাবের নামের আগে যুক্ত করাই যেতে পারে। তবে ‘ইস্টবেঙ্গল এফসি’ নামে যদি ইনভেস্টররা রাজি হয় তবে সেটাই ক্লাবের পক্ষে ভালো বলে জানিয়েছেন অধিকাংশ কর্তা। ক্লাবের এক শীর্ষ কর্তার কথায়, ‘নাম যদি বদলও হয়, এতে সমস্যা কোথায়। আমরা ক্লাবের জার্সি, লোগো সব পেয়েছি। ক্লাবের কিছু মুষ্টিমেয় কিছু কর্তা এই নিয়ে গোঁ ধরে বসে রয়েছেন, তাতে সমস্যা বাড়বে বই কমবে না। আর শ্রী সিমেন্ট সংস্থা ইস্টবেঙ্গল ক্লাবের শুভানুধ্যায়ী। ক্লাবের ভাল হয়, এমন উদ্যোগই নেবে তাঁরা’। উল্লেখ্য, ইস্টবেঙ্গল আইএসএলের বিড তুলেছিল ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’ নামে। এফএসডিএল- এর তরফে পরে জানানো হয়, যে নামে ক্লাব আবেদন করবে, সেই নামটাই তাদের পাঠাতে হবে এএফসি-তে। তাই ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আইনি জটিলতা ও সমস্যা এড়াতে ক্লাবের নাম বদল করতেই হবে।
Post a Comment
Thank You for your important feedback