পশ্চিমবঙ্গ সহ দেশজুড়ে গরু পাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করল সিবিআই। সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে একাধিক বিএসএফের অফিসারের নাম। বুধবার সকাল থেকেই অভিযান চলছে রাজারহাট, সল্টলেক, তপসিয়ার পাশাপাশি, মুর্শিদাবাদের বহরমপুর, লালগোলা এবং শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায়। সিবিআইয়ের কাছে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের মধ্যে একজন সতীশ কুমার। সল্টলেক বিজে ব্লকের তাঁর বাড়িতে ইতিমধ্যেই সিবিআইয়ের তল্লাশি অভিযান চলছে। জানা গিয়েছে, গরু পাচারকারীদের টাকা টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিত ঢুকেছে বলেও গোয়েন্দারা জানতে পেরেছেন। হাওয়ালা কারবারি মহম্মদ এনামুল হকের সঙ্গে এক বিএসএফ অফিসারের যোগ রয়েছে্ বলেও জানা যাচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback