আগামী ১ অক্টোবর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি পার্ট-থ্রি অনার্স ও মেজর পরীক্ষা শুরু হবে। বুধবারই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল কল্কাত বিশ্ববিদ্যালয়। লিখিত পরীক্ষা শেষ হবে ৮ অক্টোবর। আর অনার্সের প্র্যাক্টিকাল পরীক্ষাগুলি চলবে ১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। উল্লেখ্য, এবার করোনা আবহে পরীক্ষার পদ্ধতি বদল করেছে কলকাতা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এবার করোনা সংক্রমণের আশঙ্কায় পরীক্ষার্থীরা ঘরে বসেই পরীক্ষা দেবেন। প্রশ্নপত্র বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে। ২৪ ঘন্টার মধ্যে উত্তর লিখে ফের বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে কলেজ পড়ুয়াদের। বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে পরীক্ষাসূচি প্রকাশ করে জানিয়েছে, উত্তরপত্রের প্রথম পাতায় পরীক্ষার্থীদের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়, ও গ্রুপ পরিষ্কারভাবে লিখে দিতে হবে। এবং পরবর্তী প্রতিটি পাতায় রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। এমনকী কম্পালসারি এনভায়রনমেন্ট স্টাডিজ পেপারের উত্তরপত্রও এবার ওএমআর শিট হবে না। সাদা কাগজেই উত্তর লিখতে পারবেন পরীক্ষার্থীরা।
দেখে নিন পুর্ণাঙ্গ সূচি….
Post a Comment
Thank You for your important feedback