দেওয়াল থেকে তেলের দাগ তুলতে হলে

সাধারণত রান্নাঘরের দেওয়ালে তেলের দাগ বেশি দেখা যায়। আর একবার তেলের দাগ লাগলে তা সহজে উঠতেও চায় না। এতে দেয়ালটি আরও বেশি ময়লা দেখায়। এই ধরনের দাগ সাবান-জলের সাহায্যে সহজে পরিষ্কারও হয় না। তবে অনেকের হয়তো জানা নেই, দেয়াল থেকে তেলের দাগ দূর করার বেশ কিছু ঘরোয়া কার্যকর পদ্ধতি রয়েছে। যেমন-


সাদা ভিনিগারঃ দেওয়ালে লেগে থাকা তেলের দাগ পরিষ্কার করার জন্য সাদা ভিনিগার খুবই কার্যকর। সাদা ভিনিগারের মধ্যে একটি স্পঞ্জ ডুবিয়ে রাখুন এবং তারপর এটি হালকাভাবে নিঙড়ে নিন । এই পদ্ধতিতে অতিরিক্ত ভিনিগার স্পঞ্জ থেকে বেরিয়ে যায় ও স্পঞ্জটি হালকা ভেজা থাকে। দাগ দূর না হওয়া পর্যন্ত দাগযুক্ত দেওয়ালে স্পঞ্জটি ঘষতে থাকুন। এই পদ্ধতিটি দেওয়াল পরিষ্কার করতে এবং সহজেই তেলের দাগ তুলতে সহায়তা করবে।


কর্নফ্লাওয়ারঃ কর্নফ্লাওয়ারের সাহায্যেও দেওয়াল পরিষ্কার করা যায়। জলে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেশান। দাগ লাগা দেওয়ালে পেস্টটি ছড়িয়ে দিন এবং কয়েক মিনিটের জন্য পেস্টটি সেখানে লাগিয়ে রেখে দিন। এরপর হালকা ভেজা কাপড় ব্যবহার করে পেস্টটি তুলে ফেলুন। তেলের দাগ দূর না হওয়া পর্যন্ত বার বার এটি করুন।


বেকিং সোডাঃ তেলের দাগ তোলার ক্ষেত্রেও বেকিং সোডার জুড়ি নেই। বেকিং সোডা এবং জল দিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার একটি স্পঞ্জের মাধ্যমে পেস্টটি দাগের উপর স্ক্রাব করুন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post