প্রধানমন্ত্রী ইমরান খানকে গদি থেকে সরাতে জোট বাঁঝল পাকিস্তানের প্রধান বিরোধী দলগুলি। জোটের নাম দেওয়া হয়েছে পাকিস্তান ডেমোক্রাটিক মুভমেন্ট। ইমরানের সরকারকে হটাতে তিনদফা কর্মসূচিও ঘোষণা করেছে তারা। আগামী মাস থেকেই দেশব্যাপী জনসভা, মিছিল হবে। আগামী বছরের জানুয়ারিতে হবে লং মার্চ। পিপিপি-র উদ্যোগে বিরোধীদের এই বৈঠকের শেষে এই ঘোষণা করা হয়েছে। এতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। তাঁরা জানান, ইমরানকে সরাতে তাঁরা গণতান্ত্রিক ও আইনি সবরকম পথই নেবেন। আনা হবে অনাস্থা প্রস্তাব। প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে সংসদ থেকে গণ পদত্যাগও করা হতে পারে। সাংবাদিক বৈঠকে ছিলেন জেইউএফের মৌলনা ফজলুর রহমান, মরিয়ম নওয়াজ, বিলাওয়াল ভুট্টো।
Post a Comment
Thank You for your important feedback