কাজের সুবিধার জন্য শ্বশুরবাড়ি ছেড়ে দক্ষিণ কলকাতার আজাদগড়ে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন ওই বধূ। সেখানেই তিনি এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। মঙ্গলবার গভীর রাতে ওই ভাড়াবাড়িতেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে অনিতা সরদার নামে ওই বধূ। সেই সময় তাঁর সঙ্গে তাঁর প্রেমিকও ছিল। সেও আংশিক অগ্নিদগ্ধ হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই বধূ এনআরএস হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, ওই মহিলার স্বামী বিশ্বনাথ সরদার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাসিন্দা। কলকাতায় কাজ করতেন অনিতা। ফলে কাজের সুবিধার জন্যই আজাদগড়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। অভিযোগ, নিতাই সরদার নামে ওইবধূর প্রেমিক নিয়মিত ওই ফ্ল্যাটে যাতায়াত করতেন। এই পরকীয়া সম্পর্ক নিয়ে স্বামীর সঙ্গে অশান্তিও চলছিল। এরমধ্যেই মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাটে আসে বধূর প্রেমিক। জানা যাচ্ছে ওই ফ্ল্যাট নিয়েই প্রেমিক নিতাইয়ের সঙ্গে ঝামেলা শুরু হয় অনিতার। এরমধ্যেই আচমকা গায়ে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অনিতা। তাঁকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় নিতাইও। প্রতিবেশীরাই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে যায় পুলিশও। বধূর স্বামী ও পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সামান্য অশান্তি নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে সেটা জানতে তদন্ত শুরু করেছে আজাদগড় থানার পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback