করোনা আবহে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবই বন্ধ। রাজ্যের শিক্ষামন্ত্রীর পূর্বাভাস ডিসেম্বরের আগে খুলবে না কিছুই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে বাড়ি বসে আদৌ পড়ালেখা হচ্ছে কি? উত্তর কঠিন। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে প্লে গ্রুপ থেকে ১২ ক্লাস অবধি শিক্ষাদান একটা নিয়মের মধ্যে থাকে। ছোটদের তিন ঘন্টা, বড়দের ৬ ঘন্টা পর্যন্ত নানা ক্লাস থাকে সেটাকেই আপাতত অনলাইন ক্লাস হিসাবে চেষ্টা করছে স্কুলগুলি। সরকারি স্কুল এ ব্যাপারে খুব এগিয়ে নেই। বরং স্কুল ফিস দিতে হয় বলে চেষ্টা চালাচ্ছে প্রাইভেট স্কুল। কিন্তু সেখানেও সমস্যা শিশুদের এক দেড় ঘন্টার বেশি ক্লাস হচ্ছে না। বড়দের বড়জোর দুই থেকে আড়াই ঘন্টা। এত স্বল্প সময়ে ছাত্রছাত্রী শিখবে কী? আবার এর মধ্যে নেওয়া হচ্ছে পরীক্ষাও। কোত্থাও একটা ফাঁক থেকে যাচ্ছে। অর্থাৎ ঘুরিয়ে বলা যেতেই পারে বছরটাই নষ্ট। কিন্তু তার থেকেও বড় কথা অভ্যাসটি নষ্ট হয়ে যাচ্ছে ডিসিপ্লিনের অভাবে। আবার সুসময়ে আসবে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে বিদ্যার্থীরা কি ফিরে পাবে যোগ্যতার মূল্য?
Post a Comment
Thank You for your important feedback