এক নাবালিকাকে উদ্ধার করতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মী সহ ৪ জনের। ঘটনাটি কোচবিহারের ঘোকসাডাঙ্গা কুশিয়ারবারি এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমিকের হাত ধরে পালানো এক নাবালিকাকে উদ্ধার করে ফেরার পথেই এই দুর্ঘটনা। নিহতদের মধ্যে ওই নাবালিকাও রয়েছে। সূত্রের খবর, কয়েকদিন আগে বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিল জোৎস্না কর নামে ১৭ বছরের ওই কিশোরী। পুলিশে নিখোঁজ ডায়েরি হলে খোঁজ শুরু করে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নাবালিকার বাড়ির কয়েকজনকে নিয়ে হানা দেয় সাহেবগঞ্জ এলাকায়। সেখান থেকেই উদ্ধার করা হয় নাবালিকাকে।
ফেরার পথে বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গিয়ে পড়ে রাস্তার পাশের নয়ানজুলিতে। দুর্ঘটনায় মৃত্যু হয় পুলিশ কনস্টেবল গোবিন্দ দাস, নাবালিকা জোৎস্না কর এবং তাঁর মা ও কাকার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকার প্রেমিক কৈলাশ সহ দুই পুলিশকর্মী। কিন্তু কিভাবে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারাল সেটা জানা সম্ভব হয়নি। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার পুলিশের একটি বিশেষ দল।
ফেরার পথে বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গিয়ে পড়ে রাস্তার পাশের নয়ানজুলিতে। দুর্ঘটনায় মৃত্যু হয় পুলিশ কনস্টেবল গোবিন্দ দাস, নাবালিকা জোৎস্না কর এবং তাঁর মা ও কাকার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকার প্রেমিক কৈলাশ সহ দুই পুলিশকর্মী। কিন্তু কিভাবে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারাল সেটা জানা সম্ভব হয়নি। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার পুলিশের একটি বিশেষ দল।
Post a Comment
Thank You for your important feedback