মুকুল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, অনুপম সর্বভারতীয় সম্পাদক

 

বিধানসভার ভোটের আগে বিজেপির শীর্ষ নেতৃত্বে গুরুত্ব বাড়ল বাংলার। মুকুল রায়কে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি করা হয়েছে। তিনি আগে ছিলেন বিজেপির সর্বভারতীয় কর্মসমিতির সদস্য। ২০১৭ সালের নভেম্বরে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন মুকুল রায়। অনুপম হাজরাকে করা হয়েছে সর্বভারতীয় সম্পাদক। দলের জাতীয় মুখপাত্র হয়েছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। মুকুল জানান, দল যে দায়িত্ব দেবে তা তিনি পালন করবেন। বাদ পড়েছেন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। মুকুলের সঙ্গে সর্বভারতীয় সহ সভাপতি হয়েছেন রমন সিং, অন্নপূর্ণা দেবী, বৈজয়ন্ত জয় পণ্ডা। যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি করা হয়েছে কর্নাটকের তেজস্বী সূর্যকে। শনিবার দলের এই রদবদলের কথা ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাতে কয়েকটি নাম বাদ পড়েছে, নতুন এসেছেন বেশ কয়েকজন। সর্বোচ্চ পদ থেকে সরানো হয়েছে রামমাধব, মুরলীধর রাও এবং অনিল জৈনকে। সাধারণ সম্পাদক করা হয়েছে এনটি রামরাওয়ের কন্যা পুরন্দরেশ্বরীকে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post