ফালাকাটায় উপনির্বাচন হচ্ছে না, বাকি ৫৪ কেন্দ্রে ৭ নভেম্বর

 

দেশের ৯টি রাজ্যের ৫৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা হলেও এ রাজ্যের ফালাকাটায় উপনির্বাচন হচ্ছে না। নির্বাচন কমিশন মঙ্গলবার জানিয়েছে, পশ্চিমবঙ্গ, অসম, কেরল ও তামিলনাডুর সাতটি কেন্দ্রের উপনির্বাচন নিয়ে সেসব রাজ্যের মুখ্যসচিব ও নির্বাচন আধিকারিকদের রিপোর্ট অনুসারে ভোট না করার সিদ্ধান্ত হয়েছে। এমনিতেই এই রাজ্যগুলিতে বিধানসভার ভোট আগামী বছরের মে-জুন মাসে। তাই ভোট করা হচ্ছে না। পশ্চিমবঙ্গের ফালাকাটা আসনটি তৃণমূল বিধায়ক অনিল অধিকারীর মৃত্যুতে খালি হয়েছে। কমিশন এদিন জানিয়েছে, বিহারের লোকসভা কেন্দ্র বাল্মীকিনগরে উপনির্বাচন হবে ৭ নভেম্বর। ৫৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে ৩ নভেম্বর। ভোটগণনা হবে ১০ নভেম্বর। ৫৪টি কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি মধ্যপ্রদেশে, ২৫। গুজরাতে ৮টি, উত্তরপ্রদেশে ৭টি, ঝাড়খণ্ডে ২টি, কর্নাটকে ২টি, মনিপুরে ২টি, নাগাল্যান্ডে ২টি, ওডিশায় ২টি, তেলেঙ্গানা ও ছত্তিশগড়ে ১টি করে আসনে উপনির্বাচন হবে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post