দীপিকা, সারা, শ্রদ্ধাকে মাদক কাণ্ডে জেরা, গ্রেফতার করণের কোম্পানির কর্তা

 

মাদক কাণ্ডে জেরা শুরু হয়েছে বলিউড তারকা দীপিকা পাডুকোনের। অন্যদিকে, মাদক কাণ্ডে করণ জোহারের ধরমা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষিতীশ রবি প্রসাদকে শনিবার গ্রেফতার করেছে এনসিবি। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে শনিবার সকালেই হাজির হয়েছেন দীপিকা। শুক্রবার প্রায় সাত ঘণ্টা জেরা করা হয় দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে। তাঁকে শনিবারও ফের ডাকা হয়েছে। জানা যাচ্ছে, দীপিকা আর করিশ্মাকে মুখোমুখি বসিয়ে জেরা করেছে এনসিবি। তদন্তের আওতায় আসা হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন দীপিকা পাড়ুকোন। তিনিই ওই মাদক গ্রুপ তৈরি করেছিলেন। দীপিকা তদন্তকারীদের জানিয়েছেন, তিনি তিনবছর আগে হোয়াটসঅ্যাপে চ্যাট করলেও মাদক সেবন করেননি। দীপিকা ও সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা গ্রুপের আরেক অ্যাডমিন। দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ ছিলেন গ্রুপের অন্যতম সদস্য। তিনজন অভিনেত্রীই মাদক সেবনের কথা অস্বীকার করেছেন। শুক্রবার চারঘণ্টা ধরে জেরা করা হয়েছে রাকুল প্রীত সিংকে। জানা যাচ্ছে, রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর মাদক নিয়ে কথোপকথনের বিষয়টি কবুল করেছেন রাকুল। তবে তিনি নিজে মাদক ব্যবহার করেননি বলেই জানিয়েছেন। জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিমোন খামবাট্টা, করিশ্মা প্রকাশ ও করণ জোহারের ধরমা প্রোডাকশনের দুই কর্মীকে জেরা করেছে এনসিবি। শনিবার হাজিরা দেওয়ার কথা সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরেরও। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে তাঁদের চ্যাটের বিষয়েই মূলত কথা হবে। অন্যদিকে, তাঁর ধরমা প্রোডাকশনের দুই কর্মীকে শুক্রবার জেরার পর করণ জোহার বিবৃতি দিয়ে জানিয়েছেন, বলিউডের মাদকচক্রের সঙ্গে তাঁর কোনও যোগ নেই।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post