বর্ষীয়ান মারাঠি অভিনেত্রী তথা নাট্যব্যক্তিত্ব আশালতা ওয়াবগাঁওকার প্রয়াত। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। একটি মারাঠি সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি, সেই সেটে ২৭ জন করোনায় আক্রান্ত হয়ছিলেন। আশালতাও কোভিড পজিটিভ হন। গতসপ্তাহ থেকে তাঁর চিকিৎসাও চলছিল। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। তবে শেষরক্ষা হল না।তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। টুইটারে শোকজ্ঞাপন করেছেন শাবানা আজমি থেকে শুরু করে রেনুকা সাহানের মত অভিনেত্রীরা। শোকপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী দিগম্বর কামাতও। আশালতা দেবী ১০০এর বেশি হিন্দি ও মারাঠি সিনেমায় অভিনয় করেছেন। থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন বহুদিন ধরে।
Post a Comment
Thank You for your important feedback