নেপালের জমিতে ১১টি বাড়ি বানিয়েছে চিন। এমনই অভিযোগে উত্তপ্ত নেপাল। হুমলা জেলার প্রত্যন্ত অঞ্চলে এই বাড়িগুলি বানানো হয়েছে। ওই এলাকায় নেপাল রাস্তা তৈরি করার পর ১১ নম্বর সীমান্ত পিলার উধাও হয়ে যায়। সেখানেই এখন চিন বাড়ি বানাচ্ছে। ২০০৫ সালে সেখানে ছিল কেবলমাত্র একটি কুঁড়েঘর। জেলার প্রশাসনিক কর্তা দত্তরাজ হামাল ওই এলাকা ঘুরে সরেজমিনে সব দেখে এসেছেন। সেখানে চিনের নিরাপত্তা ও সীমান্ত বাহিনী ৯টি নতুন বাড়ি তৈরি করছে বলে জানান নামখার গ্রামবাসীরা। ১১টি বাড়ির একটিতে নিরাপত্তাবাহিনীর লোকজন থাকলেও বাকিগুলি খালি। চিনের দাবি, ওই এলাকা তাদেরই। এখন দুই দেশ নিজেদের জমি চিহ্নিত করতে না পারলে বিবাদ মিটবে না। যে জায়গায় বাড়ি তৈরি করছে চিন সেই পথেই ইয়াকের পিঠে চাপিয়ে নেপাল ও তিব্বতের মধ্যে বাণিজ্যিক বিনিময় চলত। ২০১৫ সালে বৈঠক হলেও পিলার সমস্যা মেটেনি।
Post a Comment
Thank You for your important feedback