কাটছাঁট হচ্ছে সংসদের বাদল অধিবেশন

করোনার প্রকোপে কাটছাঁট হচ্ছে সংসদে এবারের বাদল অধিবেশন। বিরোধী দলে সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্ভবত বুধবারের পর মুলতুবি হয়ে যাবে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। এবারের অধিবেশনে যোগ দিয়েছেন এমন তিনজন সাংসদের করোনা ধরা পড়েছে। তারপরই রীতিমতো আতঙ্ক ছড়ায় সংসদে। লোকসভার ১৭ জন ও রাজ্যসভার ৯ জন সাংসদের করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের ১২ জনই বিজেপির। সপ্তাহের গোড়ায় আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি এবং প্রহ্লাদ প্যাটেল। বিজেপির রাজ্যসভার সাংসদ বিনয় সহস্রবুদ্ধেও আক্রান্ত হয়েছেন। এবারের অধিবেশনে অভূতপূর্ব স্বাস্থ্যবিধি মেনে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অধিবেশন শেষ করার আগে সরকার ১১টি অর্ডিন্যান্স পাশ করিয়ে নিতে চায়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post