গানের শিল্পীদের একজোড়া চালু কথা আছে তাঁদের পেশায় "খাঁচা বা মাচা" এবং "ষষ্ঠী থেকে যষ্টি।" অর্থাৎ খাঁচা মানে থিয়েটার হল ও মাচা মানে খোলা মঞ্চ। এই খোলা মঞ্চে শিল্পীদের অনুষ্ঠানের সুযোগ আসে পুজোর ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠ মাস অবধি। কিন্তু শহর কলকাতায় আজ বহুদিন পুজোতে কোনও অনুষ্ঠান হয় না কিন্তু শহরতলিতে বা আবাসনে আজও মঞ্চ বেঁধে নাটক, গান, বাজনা হয়েই থাকে। কিন্তু এবার তা হবে না। মুখ্যমন্ত্রী আবেদন রাখলেন এ বছর অনুষ্ঠান বন্ধ রাখতে। করোনার প্রভাব পড়ল এবার উঠতি শিল্পীদের পেশায়।
Post a Comment
Thank You for your important feedback