রেলের একটা অংশকে বেসরকারি করবে ঠিকই করে ফেলেছে মোদি সরকার| সে ক্ষেত্রে ট্রেনের ভাড়া ঠিক করবে বেসরকারি সংস্থা, এ কথা জানালেন রেল বোর্ডের চেয়ারম্যান ডি.কে. যাদব| তিনি আরো জানান,বাতানুকূল বাস কিংবা প্রাইভেট বিমানের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভাড়া ধার্য করা হবে| তবে এ ধরনের ট্রেনে যাত্রী সুবিধা অনেক বেশি থাকবে| পাশাপাশি এই প্রশ্নও উঠেছে যে, ওই ট্রেনে গরিব মানুষ চড়তে পারবে কি? জানা যাচ্ছে,লোকাল বা দূরপাল্লা ট্রেন সরকারও একই সাথে চালাতে পারে|
Post a Comment
Thank You for your important feedback