নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতন চালালে এবার এই কঠিন শাস্তির মুখে পড়তে হবে আফ্রিকার এই দেশে। চলতি সপ্তাহেই আফ্রিকার দেশ নাইজেরিয়ার কাদুনা প্রদেশে নতুন এক আইন পাস হয়। এই আইনে বলা হয়েছে, ধর্ষক প্রমানিত হলেই তাঁকে অস্ত্রোপচার করে নপুংসক করে দেওয়া হবে। তবে শিশু ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথাই বলা হয়েছে ওই আইনে। এতদিন নাইজেরিয়ার ওই রাজ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। এবার ওই প্রদেশের সরকার আইনে পরিবর্তন এনে এই অভিনব শাস্তির বিধান দিল।
কাদুনার গভর্নর নাসির আহমেদ আল রুফাই
সংবাদ সংস্থায় দেওয়া এক সাক্ষাৎকারে কাদুনার গভর্নর নাসির আহমেদ আল রুফাই জানিয়েছেন, ‘নতুন এই আইনে শিশুদের ধর্ষণের মতো ভয়ানক অপরাধ থেকে রক্ষা করা যাবে। তিনি মনে করেন এই শাস্তির কোনও বিকল্প নেই। এর প্রয়োজন ছিল’। ওই নতুন আইনে আরও বলা হয়েছে, ১৪ বছরের নীচে কোনও শিশুকে ধর্ষণের ক্ষেত্রে অভিযোগ প্রমানিত হলেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর বাকিদের ক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে নপুংসক করে দেওয়া হবে ধর্ষণকারীদের। আফ্রিকার ওই দেশে ক্রমাগত ধর্ষণের মতো অপরাধ বাড়ছিল। পাঁচমাসেই আটশোর বেশি অভিযোগ জমা পড়েছে। এই আবহেই কড়া আইন নিয়ে এল নাইজেরিয়ার কাদুনা প্রদেশের গর্ভনর।
Post a Comment
Thank You for your important feedback