এই প্রথম নৌসেনার দুজন মহিলা অফিসারকে হেলিকপ্টার শাখার নিয়োগ করা হয়েছে। এর ফলে তাঁরা ফ্রন্টলাইন যুদ্ধজাহাজে নিযুক্ত হবেন। সাব লেফট্যানেন্ট কুমুদিনী ত্যাগী এবং সাব লেফট্যানেন্ট রীতি সিং কাজ করবেন যুদ্ধজাহাজের ডেক থেকে। এতদিন মহিলাদের মাটিতেই ওঠানামা করে এমন বিমানে দায়িত্ব দেওয়া হত। যুদ্ধজাহাজে তাঁদের ডিউটি দেওয়া হত না। দুই মহিলা ১৭ জন অফিসারের মধ্যে রয়েছেন যাঁরা আইএনএস গরুড় জাহাজে অবজার্ভার হিসেবে উন্নীত হলেন। কোচিতে তাঁদের উইংস প্রদান এই অনুষ্ঠানে ছিলেন রিয়ার অ্যাডমিরাল অ্যান্টনি জর্জ।
Post a Comment
Thank You for your important feedback