এবার করোনা সংক্রমণে মৃত্যু হলো কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ সি আঙ্গারীর। এ মাসের গোড়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বুধবার সকাল থেকেই অবস্থার অবনতি হতে থাকে, শেষপর্যন্ত লড়াইয়ে পরাজিত হন। তিনি গোড়ার দিন থেকে বিজেপির সদস্য। কর্নাটকের বেলগাম থেকে সাংসদ পদে নির্বাচিত হন ২০১৪,২০১৯ সালে। লোকসভার সুবক্তা হিসাবে সুনাম ছিল এই কৃষক নেতার। এক সময়ে ইয়াদুরাপ্পার জায়গায় মুখ্যমন্ত্রী হিসাবে তাঁকে নিয়ে আসার দাবিও উঠেছিল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ দেশের বিভিন্ন নেতারা।
Post a Comment
Thank You for your important feedback