বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মিস্টি মহল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে নডিহা মিষ্টি মহল এলাকায় একটি ট্রাক ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে ট্রেলারেও আগুন ছড়িয়ে পড়ে। গুরুতর আহত ট্রেলার চালক বের হয়ে আসতে পারেননি ট্রাকের কেবিন থেকে। ফলে অগ্নিদগ্ধ হয়েই মৃত্যু হয়েছে ওই চালকের। ঘটনাস্থলে যায় পুরুলিয়া সদর থানার পুলিশ। যায় দমকলের দুটি ইঞ্জিনও। আগুন নিয়ন্ত্রণে আনার পর ট্রেলার চালকের দগ্ধ দেহ উদ্ধার হয়। যদিও ঘটনার পর থেকে পলাতক ট্রাকটির চালক। এই ঘটনায় বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পড়ে রাস্তা থেকে দুটি গাড়িকে সরিয়ে নেওয়ার পর জটমুক্ত হয় ৩২ নম্বর জাতীয় সড়ক।
অপরদিকে, কলকাতা থেকে পুরুলিয়া ফেরার পথে যাত্রীসহ একটি বেসরকারি বাস বিশপুরিয়াতে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে স্থানীয় মানুষজন ও হুড়া পুলিশের এর তৎপরতায় বাসের ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করা হয় কিছুক্ষণের মধ্যেই। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
Post a Comment
Thank You for your important feedback