পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা, ঘোষণা মমতার

 

সব দুর্গাপুজো কমিটিকে ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমকল ও অন্যান্য কর মকুব করার কথাও জানিয়েছেন তিনি। পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ খরচের ৫০ শতাংশ দিতে হবে। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে সভায় তিনি জানান, করোনার জন্য এবার পুজো কার্নিভাল হবে না। মমতা। তিনি বলেন, পুজো হবে সমস্ত নিয়ম মেনেই। শুধু করোনার জন্যে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। পুজো কমিটিগুলির কাছে তাঁর আবেদন, পুজোয় যাতে সংক্রমণ না ছড়ায় সেদিকে খেয়াল রাখুন। যাতে শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়। ঘেরা মণ্ডপে ছাদ খোলা রাখুন। মাস্ক-স্যানিটাইজার রাখুন। যাঁরা মণ্ডপের দায়িত্বে স্বেচ্ছাসেবকদের ফেস শিল্ড দিতে হবে। সকলেই যেন একসঙ্গে অঞ্জলি না দেন। সিঁদুর খেলাতেও সেদিকে নজর রাখুন। প্রসাদ বিতরণও সাবধানে করতে হবে। ফুল-বেলপাতা পারলে দর্শনার্থীরা নিজেরাই নিয়ে যান। সাংস্কৃতিক অনুষ্ঠান এবার পারলে বন্ধ রাখুন। এতে করোনা সংক্রমণ বাড়তে পারে। মুখ্যমন্ত্রী জানান, ৩৪,৮৩৭টি পুজো রয়েছে রাজ্য পুলিশের অধীনে। ২,৫০৯টি কলকাতা পুলিশের অধীনে। ১৭০৬ মহিলা পরিচালিত পুজো রয়েছে। তাঁর কথায়, একদিনে সব বিসর্জন নয়। পুলিশ, দমকল, স্বাস্থ্য সব বিভাগ একটা কোঅর্ডিনেশন কমিটি তৈরি করুন। ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন। স্বাস্থ্য দফতরও ভলেন্টিয়ার বাড়ান। তিনি বলেন, অনেকেই পুজোকে কেন্দ্র করে বিভেদ তৈরির চেষ্টা করছে। অনেকেই পুজো নিয়ে রাজনীতি শুরু করেছেন। আমরা তা করতে পারব না।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post