ধসে বিচ্ছিন্ন সিকিম, কালিম্পং

 সাতসকালেই সেবকে ধস। বন্ধ যান-চলাচল। সেবক থানা-সেবকেশ্বরী কালিবাড়ির মাঝে বিস্তীর্ণ এলাকাজুড়ে ধস নেমেছে। বন্ধ রয়েছে ১০ ও ৩১ নম্বর জাতীয় সড়ক। টানা বৃষ্টিতে ব্যাহত হচ্ছে রাস্তা সারাইয়ের কাজ। যোগাযোগ বিচ্ছিন্ন সিকিম, কালিম্পং সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকা। পরপর তিনদিন ধরে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলে ধস নেমেই চলেছে। এপর্যন্ত ২৯ মাইলের রাস্তা সারাইয়ের কাজ সম্পন্ন হয়নি। ফলে ওই রাস্তা দিয়ে ওয়ানওয়ে গাড়ি চলাচল করছে। মঙ্গলবার সন্ধেয় রাস্তা সারিয়ে জাতীয় সড়কের যান চলাচল কিছুটা স্বাভাবিক করা হলেও পাহাড়ে প্রবল বৃষ্টিতে ১০ নম্বর জাতীয় সড়কে রম্ভীর কাছে ২৯ মাইলে বড়সড় ধস নামে । এই ধসের ফলে শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আবহাওয়াবিদদের কথায়, এমন বৃষ্টি চলতে থাকলে, ভয়ানক পরিস্থিতি তৈরি হবে গোটা পাহাড়জুড়ে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post