বিহার ভোটে ইস্যু কী?

 

প্রসূন গুপ্ত

দিনক্ষণ আজই ঠিক হয়ে গেল। সরকারি দল এবং বিরোধী জোটও মোটামুটি ঠিক করাই আছে। কিন্তু দুই পক্ষের ইস্যু কী, প্রশ্ন রাজনৈতিক মহলে। বিরোধীদের মুখ্যমন্ত্রীর মুখই বা কার? নীতিশ কুমারদের হাতে অস্ত্র সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য আর তার সাথে নীতীশের গ্রহণযোগ্যতা। এটাই প্রচারের আলোয় ইতিমধ্যেই নিয়ে এসেছে NDA। আর থাকছে নরেন্দ্র মোদির প্রচার। পাশাপাশি জোটের মুখ্যমন্ত্রীর মুখ সেভাবে না থাকলেও তেজস্বী যাদবকেই জোটের নেতা হিসাবে তুলে ধরা হবে বলে শোনা যাচ্ছে। তাদের ইস্যু প্রথমত মূল্যবৃদ্ধি, কৃষি বিল। দ্বিতীয়ত দীর্ঘদিন লালুর জেলে থাকার সেন্টিমেন্ট। তবে কোমর বেঁধে প্রচারের উপর বিধিনিষেধ থাকার কারণে ইস্যু কতটা কাজে দেবে সেটাই দেখার দু পক্ষের|

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post