কৃষি বিলের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের আঁচ পশ্চিমবঙ্গেও। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস আগেই আন্দোলনে নামার কথা ঘোষণা করেছিল। এর পাশাপাশি বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও বিরোধিতায় নেমেছে। শুক্রবার সকাল থেকেই জেলায় জেলায় চলছে বিক্ষোভ প্রদর্শন ও ধরনা। তৃণমূল ছাড়াও বাম দলগুলিও ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে কয়েকটি জেলায়। কোথাও রাস্তা অবরোধ কোথাও ধরনা সবমিলিয়ে শুক্রবার দিনভর উত্তপ্ত থাকল রাজ্য।
কৃষিবিলের প্রতিবাদে এদিন হুগলির আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় বাম ও কংগ্রেস যৌথভাবে বিক্ষোভ দেখায়। পাশাপাশি আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক অবরোধ করে তাঁরা। ফলে তীব্র যানজটে পড়েন নিত্যযাত্রীরা। পরে আরামবাগ থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। হুগলির সিঙ্গুরেও অবরোধ হয়। একই দাবিতে বামেরা গলসি, মেমারি ও পালসিটে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। বীরভূমের নলহাটি বাসস্ট্যান্ডেও বিক্ষোভ-অবরোধ করে বাম-কংগ্রেস। বাঁকুড়ার কেরানিবাঁধে দুর্গাপুর-খড়্গপুর জাতীয় সড়ক অবরোধ করা হয়। কোচবিহার খাগড়াবাড়ি এলাকায় জাতীয় সড়কে অবরোধ শামিল হয় বামপন্থী কৃষক সংগঠনের সদস্যরা। উত্তর ২৪ পরগণার ভাটপাড়ায় গুরুত্বপূর্ণ ঘোষপাড়া রোড ও হাবড়ায় যশোর রোড অবরোধ করেন বাম-কংগ্রেস কর্মীরা। প্রায় ৪০ মিনিট অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় যশোর রোডে। মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙা, সাগরদিঘিতেও বিক্ষোভ অবরোধ করে বাম-কংগ্রেস সমর্থকরা।
Post a Comment
Thank You for your important feedback