করোনার ঊর্ধ্বগতি অব্যাহত, আক্রান্ত ছাড়াল ৫৯ লাখ

 

দেশে দ্রুতগতিতে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। মোট সংক্রমিতের সংখ্যা ৫৯ লাখ পেরিয়ে গিয়েছে। শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৫,৩৬২জন, মারা গিয়েছেন ১,০৮৯ জন। মোট মৃত ৯৩, ৩৭৯ জন। মোট সংক্রমিত এখন ৫৯,০৩,৯৩৩। সুস্থ হয়েছেন ৪৮,৪৯,৫৮৫ জন। পাশাপাশি, রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৪১,০৫৯ জন। শুক্রবার পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৫,৩৭৪জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মোট ৪,৬৬৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে রাজ্যে সুস্থতার হার ৮৭.৫৪ শতাংশ। পাশাপাশি রাজ্যে একদিন করোনামুক্ত হয়েছেন ২,৯৭৪ জন। সরকারি পরিসংখ্যান বলছে রাজ্যে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২,১১,০২০ জন। অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনই প্রতিহত করতে না পারলে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে। গোটা দুনিয়ায় মৃত এখন ৯,৮৫,৭০৭ জন। মোট আক্রান্ত ৩,২৪,৭১,১১৯। করোনার সংক্রমণ ফের বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশ আবার কড়াকড়ি শুরু করেছে। আমেরিকায় সংক্রমিতের সংখ্যা ৭০ লাখ। স্পেনে মাদ্রিদে লকডাউন চালু হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post