হর্ষবর্ধনের চিকিৎসা

 

 কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী হর্ষবর্ধন, এবার বন্ধুর ভূমিকায়। চলতি লোকসভা, রাজ্যসভা অধিবেশনে নানান বিল, প্রতিবাদ, সাসপেন্ড ইত্যাদি নাটকে ভরা ছিল। করোনা নিয়ে সরকারের ভূমিকা নিয়ে তাঁর বক্তব্যে বাধা দেওয়া হয়েছে বিস্তর। কিন্তু সংসদের বাইরেও একটা জীবন থাকে, সৌজন্য থাকে কিন্তু ইদানিং তাও বিদায় নিয়েছে। কিন্তু তবুও ক্যান্টিন বা সেন্ট্রাল হলে দেখা সাক্ষাৎ হয়েই থাকে| করোনা আবহে নিজের মন্ত্রীর ভূমিকা ছেড়ে হর্ষ কিন্তু তার চিকিসকের আবেগ আটকাতে পারেননি। বিভিন্ন দলের সাংসদের ডেকে ডেকে জিজ্ঞাসা করেছেন, কেমন আছেন? কিংবা শরীর ঠিক আছে তো? করোনা থেকে সুস্থ হওয়ার অথবা করোনা থেকে বাঁচার টোটকা বা ওষুধ বাতলেছেন। সাংসদরাও তাঁর কাছ থেকে উপদেশ নিয়েছেন। বিভেদের বা বিবাদের রাজনীতিতে এবারের আইনসভায় ব্যতিক্রমী হয়ে থাকলেন ড. হর্ষবর্ধন |

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post